তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সুনামগঞ্জ-১ আসনের প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতা কামরুজ্জামান কামরুল বলেছেন, “এই মনোনয়ন প্রাথমিক মনোনয়ন। এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। চূড়ান্ত মনোনয়ন আমিই পাবো— ইনশাআল্লাহ। আমি আপনাদের কামরুল। আপনারাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনারাই সিদ্ধান্ত নেবেন, আমি আপনাদের সিদ্ধান্তেই কাজ করবো।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তাহিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলার মধ্যবাজার এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

