সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে চিরঞ্জিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা ‘হাটি হাটি পা পা’। এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার দেব। সেখানেই প্রেমিকা রুক্মিণী প্রসঙ্গে একটি মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা।
কলকাতার একটি বিনোদনমূলক চ্যানেলের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রিমিয়ারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি কখনও রুক্মিণীর সঙ্গে ‘হাটি হাটি পা পা’ করেছেন? উত্তরে দেব বলেন:
“কখনোই নয়। কারণ আমরা কখনও হাটি হাটি পা পা করে চলিনি বরং দৌঁড়েছি।”
এরপরেই দেব সকলকে কিছুটা হতভম্ব করে দিয়ে বলেন, “আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।”
মন্তব্যের ব্যাখ্যা
দেবের এই কথা শুনে যখন সকলে কিছুটা হতবাক, ঠিক তখনই তিনি নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন। দেব বলেন:
“আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সাফল্যের হাত ধরুক। সাফল্যের হাত ধরে হাটি হাটি পা পা করে এগিয়ে যাক নিজের লক্ষ্যের দিকে।”
দেবের মুখে এই উৎসাহব্যঞ্জক কথা শুনে রুক্মিণী হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ে নিয়ে মন্তব্য
এই দিন আবার দেবকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন তাঁদের লক্ষ্য হলো ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়া।
“বাকিটা যখন হওয়ার সব হবে। এখন আমাদের একটাই লক্ষ্য নিজের জীবনে এগিয়ে যাওয়া। আর এক মাসও বাকি নেই আমার সিনেমা মুক্তি পাবে। তাই এখন আমাদের দু‘জনেরই উচিত নিজের লক্ষ্যে প্রকাশ করা। বাকিটা হওয়ার জন্য সারা জীবন পরে রয়েছে।”
দেবের এই মন্তব্য প্রমাণ করে, সাম্প্রতিককালে তাঁদের কিছু অনুষ্ঠানে রুক্মিণীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, তাঁদের মধ্যেকার সম্পর্ক আগের মতোই সুদৃঢ় রয়েছে। দেব যেমন রুক্মিণীর ‘ধুমকেতু’ সিনেমার প্রিমিয়ারে পাশে ছিলেন, তেমনি রুক্মিণীর সিনেমার প্রিমিয়ার থেকে প্রচার সর্বত্র দেবকে দেখা যায়।
দেবের পরবর্তী সিনেমা
প্রসঙ্গত, আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। এই সিনেমায় দেবকে আবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমায় দেব একজন সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করবেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকেও এই সিনেমাতে দেখা যাবে।

