মিরপুরের কালো মাটির পিচ ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর, কিন্তু স্পিনারদের জন্য স্বর্গসদৃশ এই উইকেট দেখে অবাক হয়েছেন উইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেইন।
প্রথম ম্যাচে স্কোয়াডে না থাকা আকিল হোসেইন জানিয়েছেন, “আমি ওয়েস্ট ইন্ডিজে বসে টিভিতে ম্যাচ দেখছিলাম। পিচটা এত কালো দেখে প্রথমে ভেবেছিলাম, টিভি নষ্ট হয়ে গেছে! পরে বুঝলাম, এটা আসলেই কালো মাটি।”
সিরিজের মাঝপথে দুই দলই দলে স্পিনার অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের নাসুম সফল হলেও আকিল হোসেইন তাঁকে ছাড়িয়ে দলের জন্য সুপার ওভারে নায়ক হয়েছেন।
প্রথম ম্যাচে দলে না থাকার প্রসঙ্গে আকিল বলেন, “আমার মধ্যে ওইরকম কোনো চিন্তা আসেনি। যারা নির্বাচনের দায়িত্বে, সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ। আমি শুধু খেলা উপভোগ করতে চাই, যতটুকু পারি ভালো খেলতে চাই, বাকি সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিই।”
মিরপুরের স্পিন-বান্ধব উইকেট ক্রিকেটের জন্য ভালো কি না, সেই প্রশ্নে আকিল রসিক ভঙ্গিতে বলেন, “গতকাল আমরা ৫০ ওভার স্পিনে খেলেছি! এমন কি বিশ্বের কোথাও দেখেছেন? দারুণ ম্যাচ ছিল, রোমাঞ্চকরও বটে, কিন্তু এইটুকুই বলব।”