দেশের প্রখ্যাত শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে বলে আগেই জানিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এবার তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, দেশের কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে বিশেষভাবে উদযাপনের জন্য।
হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন ১৩ নভেম্বর, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই দিনটিকে বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
ফারুকী একটি ফেসবুক পোস্টে বলেন, “হুমায়ূন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন ছিলেন।” তিনি জানান, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবারের পর্বে হুমায়ূন আহমেদকে উদযাপন করা হবে। অনুষ্ঠানে গান, ছবি প্রদর্শনী এবং আলাপচারিতা থাকবে।
উপদেষ্টা আরও বলেন, ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা ৫ নভেম্বর, তবে উৎসবের দিন হবে ১৩ নভেম্বর। তিনি হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে নজর রাখার অনুরোধ জানান এবং অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
ফারুকী নিশ্চিত করেছেন, এবার হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদ এবং শিল্পের বিভিন্ন শাখার বরেণ্য মানুষরাও ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ অন্তর্ভুক্ত থাকবেন। শিল্পকলা একাডেমির পরিচালকরা ইতোমধ্যে এ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করছেন।







