লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট ১৫ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেন্সিডিল, ফেয়ারডিল ও ভারতীয় গাজাঁ জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬, বিকাল আনুমানিক ০৪:০০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ও লালমনিরহাট বিজিবি, কালীগঞ্জ উপজেলার, ৫নং চন্দ্রপুর ইউনিয়নের আনোয়ারুল মিয়া পিতা: মৃত জয়নাল আবেদীন এর বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে ব্যাপক তল্লাশীর একপর্যায়ে গরুর ঘরে মাটির নিছে প্লাষ্টিকের ড্রামের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১। ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৬৪ বোতল, ২। ফেন্সিডিল ৭২ বোতল, ৩। ফেয়ারডিল সিরাপ ৪১ বোতল এবং ৪। ভারতীয় গাাঁজা ৫কেজি উদ্ধার করতে সক্ষম হয়। বাড়ির মালিক আনোয়ারুল মিয়া পলাতক রয়েছেন।
একই দিন রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপি’র আওতাধীন ভেন্নিরতল (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহলদল চোরাকারবারীদের ধওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় কিং ফিসার মদ ৪৭ বোতল এবং টুবর্গ বিয়ার ০৬ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা। অভিযান পরিচালনাকারী রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক জন্নাতুল নূরী জানান, আনোয়ারুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ১৪ এর `গ` এবং ১৯ এর `ক` ধারায় কালীগঞ্জ থানায় মামলাদায়ের করা হয়েছে।

