শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন থেকে গৃহবধূ সবিতা রানীর (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সৈয়দপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত গৃহবধূ ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ডাঙ্গী গগনপাড়া এলাকার নিখিল চন্দ্রের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পরিবারের দাবি সবিতা রানী সকলের অগোচরে ঘরের চালের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে গৃহবধূকে নামালে তাকে মৃত পাওয়া যায়। তাই আর হাসপাতালে নেয়া হয়নি। এখানে অন্য কোন বিষয় নাই।
তবে গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ, সবিতা রানীকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে। ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর বিচার চাই। একারণে আইনের আশ্রয় নিয়েছি। ময়না তদন্তের সঠিক রিপোর্ট দিলে সত্যতা নিশ্চিত হবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী ও বাবার পরিবারের পারস্পরিক অভিযোগের প্রেক্ষিতে গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলেই সব পরিষ্কার হবে।

