নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ভিডিও ধারণ করার ঘটনায় প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় নারী মর্জিনা বেগম (৩০) গ্যাসবড়ি সেবন করে আত্মহত্যা করেন। তিনি দুই ও চার বছরের দুই সন্তান রেখে গেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মর্জিনাকে এলাকার ইউপি সদস্য শাহজাহান আলীর নির্দেশে এবং তার লোকদের মাধ্যমে ভিডিও করা হয়। ভিডিওতে দেখা যায়, মর্জিনা ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। অভিযুক্তরা তাকে মারপিট ও তাড়াহুড়া করে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনাটি ঘটার এক সপ্তাহ পরও থানা পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
মর্জিনার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ি ও প্রতিবেশীরা মর্জিনাকে মারপিট করে, আর তার পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পর মর্জিনার মা আবেদা বেগম বলেন, “ভিডিও ভাইরাল হওয়ায় আমার মেয়ে সহ্য করতে পারল না। দুই বছরের শিশু আর চার বছরের সন্তান রেখে সে আমাদের ছেড়ে গেল।”
মর্জিনার স্বামী আল আমিন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। স্থানীয় ওসি শাহীন রেজা জানান, আত্মহত্যার বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।