আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে অন্ত:ত ২ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে মো: মুর্শিদ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সহায়তার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মুর্শিদ মিয়া বলেন, রাতে পাকঘরে রান্নার কাজ শেষ করে মহিলারা ঘরে চলে আসে। হঠাৎ করে দেখি রান্না ঘরে আগুন জ¦লছে। মুহর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আসবাবপত্রসহ নানা প্রকারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমার অন্ত:ত ২ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা মো: আলম মিয়া বলেন, রাতে চিৎকার শুনে দ্রুত এসে দেখি ঘর আগুন আর ধোয়া বের হচ্ছে। এরপর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া ফায়ার সার্ভিস অফিসার মো: নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না করার লাখড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

