‘লাতিন-বাংলা সুপার কাপ’ আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত টুর্নামেন্টে নানা অব্যবস্থাপনার কারণে খেলোয়াড়রা হোটেলবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি সাংবাদিকদের ওপর লাঞ্ছনার অভিযোগও পাওয়া গেছে। এসব কারণে মধ্যপথে টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে।
গত ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার আতলেতিকো চার্লোন ও ব্রাজিলের সাও বের্নার্দো দলের খেলা হওয়ার কথা ছিল। তবে মাঠে খেলা শুরু হতে না পারায় উভয় দলই ১২ ডিসেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরতে পারেনি।
অভিযোগ রয়েছে, আয়োজকরা বিমান টিকিট ও হোটেল বিল পরিশোধ না করায় দুই দেশের ফুটবলাররা দেশের বাইরে যাত্রা করতে পারছেন না। ইতিমধ্যে আর্জেন্টিনার ক্লাবকে হোটেলও পরিবর্তন করতে হয়েছে এবং তারা এখন পর্যন্ত হোটেলেই অবস্থান করছেন। তাদের সম্ভাব্য ফ্লাইট নির্ধারিত হয়েছে সোমবার (১৫ ডিসেম্বর)।
এমন অব্যবস্থাপনার কারণে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন,
“একটা দেশের খেলোয়াড়দের ডেকে এনে এভাবে রাস্তায় ছেড়ে দেবেন, টিকিট দেবেন না—এটা কোনো ছেলেখেলা নয়। আমরা তাদের সময় দিয়েছি যাতে আজকের মধ্যে টিকিটের ব্যবস্থা করা হয়। যদি তারা এটি করতে ব্যর্থ হন, আমরা সচিব ও উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ করে আইনানুগ ব্যবস্থা নেব।”
নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম আরও উল্লেখ করেন, টুর্নামেন্টের এমন বিশৃঙ্খলা দেশের ক্রীড়া ইভেন্ট পরিচালনায় মানহানি করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে কড়া নজরদারি করা হবে।

