আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন অনুষ্ঠানের বাকি রয়েছে মাত্র ৪৪ থেকে ৪৫ দিন—এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সীমান্ত ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয়। কোনো অপরাধী, সন্ত্রাসী কিংবা দুষ্কৃতকারী যাতে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী কোনো দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্তসংক্রান্ত সমস্যাগুলো কৌশলগত ও পেশাদার উপায়ে মোকাবেলা করতে হবে। আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলো সমাধানের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবির দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে হবে।
তিনি সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশ দিয়ে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়তে না পারে—এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সরকারের বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

