প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যেসব নীতিমালা ও আইন দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে না, সেগুলো পরিবর্তন করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে।”
বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভাতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অর্থ, শিল্প, পরিবেশ, নৌপরিবহন ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সভায় আলোচনা হয়:
- এলডিসি উত্তরণে নেওয়া ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি
- রপ্তানি খাতে প্রণোদনা ও শুল্কমুক্ত সুবিধা
- চামড়া শিল্পের অব্যবস্থাপনা
- ইটিপি ও এপিআই পার্ক চালুর অগ্রগতি
- ট্যারিফ পলিসি ২০২৩ বাস্তবায়ন
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে, আরও সংস্থা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
চামড়া শিল্প নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, “এই শিল্প নিয়ে আমরা অবহেলা করেছি। এটি থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকলেও তা হয়নি।” তিনি এ বিষয়ে একটি পৃথক বৈঠক আহ্বানের নির্দেশ দেন।
সভা শেষে আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণসংক্রান্ত পরবর্তী বৈঠক আয়োজনের নির্দেশও দেন অধ্যাপক ইউনূস।