লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বাড়াতে এবং সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে ঢাকা-রায়পুর মহাসড়কে এই কর্মসূচি পালন করে লক্ষ্মীপুর বিআরটিএ ও জনপদ অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রায় ৫০ জন চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, বিআরটিএ জেলা কার্যালয়ের পরিদর্শক প্রনব চন্দ্র নাগ, সহকারী পরিদর্শক পবন চাকমা, সড়ক জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মারুক হোসেন।
বিআরটিএ জেলা কার্যালয়ের পরিদর্শক প্রনব চন্দ্র নাগ সাংবাদিকদের জানান সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা প্রয়োজন। মটরসাইকেল চালকরা অনেক সময় হেলমেট না পরে গাড়ি চালায় এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে ৫০ জন চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে । এসময় চালকদের রাস্তা সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।







