শুক্রবার মদিনায় নবি হজরত মোহাম্মদ (সাঃ)-এর মসজিদ (মসজিদ আল-নববী) ভারী বৃষ্টিতে সিক্ত হয়, এবং মুসল্লিরা শান্ত পরিবেশে জুম্মার নামাজ আদায় করেন।
শনিবার ১৫ নভেম্বর , প্রকাশিত এক প্রতিবেদনে খালিজ টাইম্স এই তথ্য জানায়।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে, যেমন মক্কা, মদিনা, আসির ও রিয়াদে বৃষ্টি হচ্ছে। শনিবার, সৌদি মেটেরোলজি সেন্টার মদিনার জন্য রেড রেইন এলার্ট জারি করেছে। মক্কায়ও তীব্র ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যা সৌদি রাজা সালমানের আহ্বানে করা হয়। একই ধরনের প্রার্থনা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
