মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডা. উম্মে সালমা মৌ, ডা. ফাহমিদা ইসলাম, ডা. আসিফ মোহাম্মদ তকি, ডা. সোহেল রানা ( ইউনানি ), এসএসিএমও আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, আবুল হোসেন রকিব, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, প্রধান অফিস সহকারী মো. হুমায়ুন কবির, ইপিআই প্রধান আবুল কাশেমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা সিপিএমসিবি মেডিকেল কলেজ থেকে পঞ্চম ব্যাচে এমবিবিএস পাশ করেন ও ২৭ তম বিবিএসে স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণের মাধ্যমে ২০০৮ সালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আগে তিনি সর্বশেষ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।