সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম। জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশু-কিশোরদের এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।
এরই মধ্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে,যা টিকাদান শুরুর আগ পর্যন্ত চলবে। জন্মনিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৫ আগস্ট) এক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম জানান,শ্রীমঙ্গলে প্রায় ৯০ হাজার শিশুকে ২৭০ কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন,প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এরপরের আট দিন ইপিআই সেন্টারে গিয়ে যারা স্কুলে যায় না বা ক্যাম্পে অনুপস্থিত ছিল,তারা টিকা নিতে পারবে।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্যানুযায়ী, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। এটি সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপসর্গ দীর্ঘস্থায়ী জ্বর,মাথাব্যথা, বমিভাব,ক্ষুধামন্দা,কোষ্ঠকাঠিন্ য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় রোগ শনাক্ত করতে সময় লেগে যায়।