রিপন মারমা রাঙ্গামাটি
জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’
এই প্রতিপাদ্য’কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা র যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে উপজেলা মুল ফটকের এসে শেষ হয়। এসময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ডাঃ সৈয়দ মোহাম্মদ ফারুক তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলাতে সুন্দর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। কাপ্তাই উপজেলা সকল নাগরিক সহ
বিভিন্ন দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই সময় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিসেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্মিদের প্রতি
আহবান জানান। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাকরি।
এই সময় বর্ণাঢ্য র্যালিতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা র স্বাস্থ্য কর্মিরা ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।