সুলতান মাহমুদ, দিনাজপুর:
দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল আড়াইটায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে মানববন্ধনে স্বাস্থ্যকেন্দ্রের শতাধিক নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মী অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনএ’র সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম সিয়াম এবং পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন।
বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে বিলুপ্ত করার এই পদক্ষেপ নার্সিং পেশার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।
তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত এই অধিদপ্তরকে একীভূত করার যেকোনো চক্রান্ত রুখে দিতে নার্সিং সম্প্রদায় ঐক্যবদ্ধ।
কর্মসূচিতে বক্তারা পেশার বিদ্যমান জটিলতা নিরসন ও বিএনএ কর্তৃক উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এই মানববন্ধন কর্মসূচি যৌথভাবে আয়োজন করে—বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম)।







