মোঃ ইকরাম হাসান,নিজস্ব প্রতিবেদক:
আজ ১৮ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ক্যাম্পাসের মূল গেইটের কাছে তিতুমীর কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে উৎসাহমূলক উপহার সামগ্রী বিতরণ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব হাসান উল্লাহ মির্জা।
উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২০ জন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও পরীক্ষার প্রস্তুতির সহায়ক উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার পূর্ব মুহূর্তে এমন উপহার তাদের মনোবল ও প্রস্তুতিকে আরও ইতিবাচক করে তুলবে বলে জানিয়েছেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিষদের অন্যান্য সদস্যগণসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহযোগিতা আমাদের পরীক্ষার আগমুহূর্তে সাহস ও অনুপ্রেরণা জোগায়। আমরা কৃতজ্ঞ হাসান মির্জা ভাইয়ের প্রতি।
ছাত্রনেতা হাসান মির্জা বলেন.
তিতুমীরে অধ্যয়নরত আমাদের কুমিল্লার শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাই ছিল আমার এই ক্ষুদ্র প্রয়াসের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, তাদের সফলতা দেখতেই আমার আনন্দ। তিনি আরও জানান, এই উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এ ধরনের অনুপ্রেরণা মূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম তিতুমীর কলেজসহ গোটা ছাত্র সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।কলেজ ছাত্রদল নেতার এমন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা।