ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর রাজিব মিয়া (২৩) নামে এক যুবকের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজিব মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি উচু গাছ থেকে ঝুলন্ত অবস্থার মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব গত তিন দিন আগে নিঁখোজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গাতে খোঁজ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজিবের মামাতো বোন পারভিন আক্তার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে একটি জাম গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকাডাকি করে ও বাড়িতে খবর দেন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি গাছের প্রায় ২০ ফুট ওপরে দড়িতে ঝুলছিল, এবং তার দুই হাত সামনের দিকে বাঁধা ছিল।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







