আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী পরিবেশ এখনও স্বচ্ছ ও সুন্দর। যদিও কিছু পক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ করেছে, তবুও দৃশ্যমান কোনো ঘটনা ঘটেনি যা ইঙ্গিত দেয় যে সমান সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামসহ সকল ধর্মের শান্তির বার্তা পীর-দরবেশদের হাত ধরেই ছড়িয়ে এসেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
শফিকুল আলম বাংলাদেশের সম্প্রীতির দিকে আলোকপাত করে বলেন, “এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। প্রত্যাশা করা যায় সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে।”
এদিন সকালে তিনি ময়মনসিংহে জুবলী রোডের বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারও পরিদর্শন করেন। মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছে এবং মাজারের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে।
