মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. ওয়াজকরণীর নেতৃত্বে মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেন, আবদুর রহিম, শামীম আল মামুন, জাহিদুল ইসলামসহ বিভিন্ন দফতরের কয়েক শত কর্মকর্তা–কর্মচারী অংশ নেন।

