মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
চাটখিলে পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর কার্যালয়ে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সরকারি কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন, বেসিক বেতন ন্যূনতম ৩৫ হাজার টাকা নির্ধারণ, গ্রেড সংখ্যা হ্রাস করে বৈষম্য দূরীকরণ, পোস্ট বাতিল করে শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহালের দাবিতে এ মানববন্ধন।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারী মোঃ আব্দুল হাই, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ছাইফ উদ্দিন প্রমুখ।

