স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে দেশের বাজারে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর পর এই নতুন মূল্য নির্ধারণ করেছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
নতুন মূল্য তালিকাআজ থেকে কার্যকর হওয়া স্বর্ণের নতুন মূল্য তালিকা নিম্নরূপ:ক্যারেটপ্রতি ভরি স্বর্ণের দাম (টাকা)২২ ক্যারেট২,১২,১৪৫২১ ক্যারেট২,০২,৪৯৯১৮ ক্যারেট১,৭৩,৫৭২সনাতন পদ্ধতি১,৪৪,৪২৪মজুরি ও ভ্যাট সংক্রান্ত তথ্যবাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।উল্লেখ্য, এর আগে সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, সেবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল।

