দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৭ হাজার টাকার বেশি।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই মূল্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।স্বর্ণের নতুন মূল্য তালিকা (ভরি প্রতি)ক্যারেটপূর্বের দাম (১১ ডিসেম্বর থেকে)নতুন দাম (১৬ ডিসেম্বর থেকে)২২ ক্যারেট২,১২,১৪৫ টাকা২,১৭,০৬৭ টাকা২১ ক্যারেট২,০২,৪৯৯ টাকা২,০৭,২১১ টাকা১৮ ক্যারেট১,৭৩,৫৭২ টাকা১,৭৭,৬৪৩ টাকাসনাতন পদ্ধতি১,৪৪,৪২৪ টাকা১,৪৭,৯০০ টাকা।

