দেশের বাজারে টানা অষ্টমবারের মতো স্বর্ণের দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়া হয়েছে। সর্বশেষ দফায় ভরিতে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। নতুন এই মূল্য আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দর ঘোষণা করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকায়।
একই সঙ্গে রুপার দামেও বৃদ্ধি এসেছে। বাজুসের ঘোষণায় বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ঠিক করা হয়েছে তিন হাজার ৭৩২ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হতে পারে।

