২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় সমন্বয় করা হয়েছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে, যা আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
একই সঙ্গে—
২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।
বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।
এছাড়া রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা বিক্রি হবে ভরি ৪ হাজার ৯৫৭ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় হয়েছে ৮৮ বার।

