দিনাজপুর, প্রতিনিধি:
বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত বীরগঞ্জ দেবীপুরে “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে ৪২ জন রেজিস্টার্ড শিশুর পরিবারের মধ্যে ৮৪টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ ফর চিলড্রেনের কো-অর্ডিনেটর হাবেল হেমরম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের (ভিএফএ) তরিকুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আলিমুদ্দিন, দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, হোপ ফর চিলড্রেনের (সমাজকর্মী) ইমানুয়েল রায় এবং বলরামপুর সেন্ট ম্যাথিউস বিলিভার্স ইস্টার্ন চার্চের যাজক শাকিল মুরমু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, হোপ ফর চিলড্রেন বীরগঞ্জে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র গঠনের পাশাপাশি কমিউনিটির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিশুদের শিক্ষা উপকরণ, কৃষকদের জন্য শাকসবজির বীজ ও চারা, সেলাই প্রশিক্ষণ এবং ছাগল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।
ছাগল পেয়ে আওলাকুড়ি এলাকার উপকারভোগী ছবি রায় জানান, ছাগল পেয়ে আমরা অনেক খুশি। আশা করি এ থেকে আমাদের পরিবারে বাড়তি আয় হবে।
হোপ ফর চিল্ড্রেনের কো-অর্ডিনেটর হাবেল হেমরম জানান, এই ছাগলগুলো প্রত্যেকটি পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে উঠুক। উপকারভোগীরা ছাগল পালন করে স্বাবলম্বী হবেন এবং সন্তানদের শিক্ষায় সহায়তা করতে পারবেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রতিটি ছাগলকে বিভিন্ন রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হয় এবং উপকারভোগী নারীদের ছাগল পালনের বিষয়ে পরামর্শ দেন প্রাণিসম্পদ দপ্তরের (ভিএফএ) তরিকুল ইসলাম।







