জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদকের পোস্টডক দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এ্যাসোসিয়েশন নির্বাচিত কমিটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় নিয়েও পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যার্থ হয় নির্বাচিত কমিটি। ফলে স্বেচ্ছায় পদত্যাগ করেন কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল।
এ দিকে এ্যাসোসিয়েশনের সাবেক কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লা আল – মমিন নির্বাচন কমিশনার বরাবর একটি বার্তা লিখেন। যেখানে তিনি উল্লেখ করেন, গত ১১জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ড. নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হন। ৯ সেপ্টেম্বর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পোস্টডক এর সুযোগ এর কথা বলে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এলাম্নাই গ্রুপ, ডিপার্টমেন্ট এর গ্রুপে দেন এবং প্রধান নির্বাচন কমিশনার এর কাছে পাঠিয়েছেন বলে আমাকে জানান। পূর্বের কমিটির কাছে দায়িত্ব বুঝে নেয়ার আগেই এবং পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করারা আগেই সাধারণ সম্পাদক পদত্যাগ করায় এই কমিটি নিয়মানুযায়ী সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। নিয়ম অনুসারে পূর্বের কমিটির কাছে যেহেতু দায়িত্ব বুজে নেয়া হয়নি তাই এসোসিয়েশন চালিয়ে নেয়ার দায়িত্ব এখন পুর্বের কমিটির উপর বর্তায়। পূর্বের কমিটি আবার এজিএম করে নতুন নির্বাচন কমিশনএর মাধ্যমে আবার নতুন কমিটি গঠনের উদ্যোগ নিবে।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল বলেন, পোস্টডকের কারণে আমি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছি।আমার ইচ্ছা থাকা সত্ত্বেও যা করতে হচ্ছে, শিক্ষার্থী ( ছোট /বড় ভাই বোনদের পাশে থাকাটা অন্যরকম আনন্দের।
নতুন কমিটি প্রদানের ক্ষেত্রে তিনি বলেন, আমি চাই গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে একটি নতুন, নিরপেক্ষ কমিটি প্রণয়ন করা হোক, যাদের কাজ হবে স্টুডেন্ট ওয়েলফেয়ার রিলেটেড।
নির্বাচিত কমিটির সভাপতি ড. নজরুল ইসলাম খান জানান, যেহেতু কমিটি সম্পন্ন হয় নাই এবং এর মধ্যে সাধারণ সম্পাদকের পদত্যাগের ফলে আমাদের কমিটি পুনর্গঠন করতে হবে এজন্য নির্বাচন কমিশনার আবারও দুই সপ্তাহের সময় দিয়েছেন
সাধারণ সম্পাদকের পদত্যাগের পর শূন্যস্থান পূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা অবশ্যই গণতান্ত্রিক কন্ঠ অবলম্বন করে সকলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হব।
এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পূর্বেই সাধারণ সম্পাদকের পদত্যাগের অঘোষিত ১ নং যুগ্ম সাধারণ সম্পাদককে নির্বাহী সাধারণ সম্পাদক পদ প্রদান সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার আবু জাফর জিয়াউদ্দিন বলেন, গত ৭ সেপ্টেম্বর কমিটির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক আমার অফিসে আসে এবং ছয় -সাত জনের উপস্থিতিতে তারা কমিটির বেশ কয়েকটি নাম খসড়া করেন,যার মধ্যে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যমান।
এ ছাড়াও তিনি বলেন আমরা সকলের সিদ্ধান্তে এই খসড়া কমিটি করেছি,যেখানে বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক ইনভলভ।
তবে তথ্যসূত্রে জানা যায় পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর ৬০০-৭০০ জন সদস্য বিদ্যমান।
সংশ্লিষ্টরা জানান, এতোগুলো সদস্যের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে ছয়-সাত জনকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিয়েছে।
এ্যাসোসিয়েশন এর সাবেক কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লা আল – মমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসবের কিছুই জানিনা।তবে আশা রাখি ল ভায়োলেট করে তারা কিছুই করবে না।