Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় তাঁবুতে অমানবিক জীবন কাটাচ্ছেন গাজাবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৭ am ২৬, জানুয়ারী ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। টানা হামলায় উপত্যকার অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে তারা এখন অস্বাস্থ্যকর পরিবেশে তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছেন, যেখানে ন্যূনতম মানবিক জীবনযাপনের সুযোগ নেই।

দুই বছর ধরে চলা সংঘাতে গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিষ্কার পানি, স্যানিটেশন ও চিকিৎসা ব্যবস্থার ভাঙন মানুষের দৈনন্দিন জীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। শ্বাসকষ্ট, পেটের রোগসহ নানা সংক্রামক অসুখে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ।

যুদ্ধ শুরুর পর থেকে আবু আমর পরিবার ১৭ বারের বেশি স্থান পরিবর্তনে বাধ্য হয়েছে। বর্তমানে তারা গাজা নগরীর রিমাল এলাকায় একটি আবর্জনার ভাগাড়ের পাশে তাঁবু খাটিয়ে বসবাস করছে। দূষণ ও দুর্গন্ধের মধ্যেই প্রতিদিন টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে পরিবারটিকে।

৬৪ বছর বয়সী আবু আমর বলেন, বোমা হামলার পাশাপাশি আবর্জনার দুর্গন্ধও তাদের জন্য আরেকটি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। অ্যাজমার রোগী হওয়ায় তাঁকে সব সময় ইনহেলার সঙ্গে রাখতে হয়। রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে বারবার তা ব্যবহার করতে হয়।

তার পুত্রবধূ সুরাইয়া আবু আমর জানান, তাঁবুতে ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা প্রায় অসম্ভব। পানির সংকটের কারণে পরিবারের সদস্যরা প্রায়ই পেটের অসুখে ভুগছেন। তিনি বলেন, যুদ্ধের আগে পরিচ্ছন্ন ও স্বাভাবিক জীবন ছিল, যা এখন কেবল স্মৃতি।

স্থানীয় বাসিন্দা সেলিম বলেন, আবর্জনার পাশে বসবাস করায় তাদের মানসিক ও শারীরিক কষ্ট বেড়েছে। দুর্গন্ধের কারণে খাবার গ্রহণ করাও কষ্টকর হয়ে উঠেছে। ঝড়বৃষ্টি হলে নর্দমার পানি তাঁবুর ভেতরে ঢুকে পড়ে, এমনকি পোশাক নোংরা হয়ে যায় বলেও জানান তিনি।

এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ১৩ বছর বয়সী রাহাফ জানায়, পরিচ্ছন্নতার অভাবে তার চুল পড়ছে এবং ত্বকে সংক্রমণ দেখা দিয়েছে।

চিকিৎসকদের মতে, ময়লা–আবর্জনা, নর্দমার পানি ও বিশুদ্ধ পানির অভাবে গাজায় স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সের ফুসফুস বিভাগের প্রধান আহমেদ আলরাবিই বলেন, গাজার জনস্বাস্থ্য পরিস্থিতি নজিরবিহীনভাবে অবনতি হয়েছে এবং যুদ্ধের আগে এমন সংক্রমণ কখনো দেখা যায়নি।

গাজা মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় পানি ও স্যানিটেশন অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। গাজা নগরীতে বিপুল পরিমাণ পাইপলাইন ও পানির কূপ অকার্যকর হয়ে পড়েছে, ধ্বংস হয়েছে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রও।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় বাধার কারণে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমে উঠেছে। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানায়, পুরো উপত্যকায় কয়েক লাখ টন বর্জ্য জমে রয়েছে, যা জনস্বাস্থ্য সংকটকে আরও তীব্র করে তুলছে।

Tags: অমানবিক জীবনতাঁবুফিলিস্তিনযুদ্ধবিরতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মশ্রী পাচ্ছেন ভারতের গোবর-গোমূত্র গবেষক, কংগ্রেসের তীব্র সমালোচনা
  • কারাগারে বন্দীদের মানবাধিকার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
  • মৌলভীবাজারে বিএনপির ১১ নেতা বহিষ্কার
  • কুবি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ১০০ মিটার বিধি অমান্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম