ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও গাজায় হামলা শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে তিনি তার সেনাবাহিনীকে গাজার ভেতরে ও চারপাশে যুদ্ধাবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছেন; যাতে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও গাজায় হামলা শুরু করা সম্ভব হয়। খবর আনাদোলু এজেন্সির।
নেতানিয়াহু বলেন, ‘হামাসকে যুদ্ধবিরতির শর্ত অবশ্যই মানতে হবে। যদি হামাস শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফেরত না দেয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে আসবে।’ মঙ্গলবার চার ঘণ্টার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এসব বলেন।