মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ আর দীর্ঘস্থায়ী হবে না। তার মতে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ সংঘাতের সমাপ্তি ঘটতে পারে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। ক্ষুধা, প্রাণহানি ও অন্যান্য ভয়াবহ পরিস্থিতি দ্রুত সমাধান করা জরুরি।”
তবে পর্যবেক্ষকদের মতে, অতীতেও তিনি একাধিকবার যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং তার সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছিল এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে বাধা দেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার অধিবাসীদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়।
সোমবার গাজার নাসের হাসপাতালে এক হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আমি এতে সন্তুষ্ট নই, এটি দেখতে চাই না। আমাদের এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”
এ সময় ট্রাম্প গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য তার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।