সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজটি বুধবার রাত ১০টা থেকে শুরু হয়ে শুক্রবার রাত ১০টা পর্যন্ত চলবে। এতে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) এবং শীতলক্ষা নদীর পশ্চিমে নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কিছু এলাকায় স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।







