আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা আর কোনো নির্বাচন লড়তে পারবে না। এই বিধান নতুনভাবে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ড. আসিফ নজরুল বলেন, “যাদের আদালত পলাতক ঘোষণা করবে, তারা নির্বাচন করতে পারবেন না। বিচার চলাকালীনও পলাতক ঘোষণা পাওয়া ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
তিনি আরও বলেন, আরপিওতে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-সংক্রান্ত পূর্বের বিধান বিলুপ্ত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলায় থাকা নির্বাচন অফিসগুলো জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে পরিচালিত হবে।
ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীদের অ্যাফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে আয়, সম্পত্তি এবং সকল আর্থিক বিবরণ নির্বাচন কমিশনকে প্রদান করতে হবে। প্রধান উপদেষ্টা এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন, যাতে ভোটাররা সহজেই তাদের এলাকার প্রার্থীর আয়-সম্পত্তি সম্পর্কে জানতে পারেন।
তবে নির্বাচনী জামানতের পরিমাণও বাড়ানো হয়েছে; আগের ২০ হাজার টাকা থেকে নতুন করে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।