কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুনের উপস্থিতিতে কৃষকদের হাতে এই প্রণোদনা তুলে দেওয়া হয়।কৃষি অফিস সূত্র জানায়,উপজেলায় বিভিন্ন ইউনিয়নের মোট ৭’শ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা বীজ: ১ কেজি মুগ ডাল বীজ: ৫ কেজি ডিএফপি): ১০ কেজি (এমওপি)সার: ১০ কেজি। এছাড়াও, ৪০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ দেওয়া হয়।
এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। আমরা আশা করি, এই সহায়তার মাধ্যমে কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার ব্যবহার করে বাম্পার ফলন নিশ্চিত করবেন।”উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের পরামর্শ দেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ,কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।







