জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় বোরো (উফশী) ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ২৮শত কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, উমায়েদ নূর সহ প্রমূখ।

