আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় নয়ন ফার্মেসির মালিক নারায়ন চন্দ্র পাল নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধরখারের তন্তর বাজারে নারায়ন চন্দ্র পালের নয়ন ফার্মেসি নামে একটি ফার্মেসি রয়েছে। ওই ফার্মেসিতে মালিক দীর্ঘ দিন ধরে ভিজিট নিয়ে রোগী দেখে আসছেন। কিন্তু ওই চিকিৎসকের নেই কোন প্রকার বৈধ ডাক্তারী সনদ। রোগী দেখে প্রতিজন থেকে ভিজিট নিচ্ছেন ২০০টাকা। অভিযানে দেখা যায় এরমধ্যে তিনি এন্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ লিখছেন। যাচাই বাচাই করে দেখা গেছে ওই ব্যক্তির পল্লী চিকিৎসক অথবা এমবিবিএস অথবা এ সংশ্লিষ্ট কোন সনদপত্রই নেই তার। তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে ডাক্তার নারায়ন চন্দ্র পাল লিখে সারারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। মিথ্যা টাইটেল ব্যাবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আইনমতে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু নারায়ন চন্দ্র পাল নামের এক ব্যক্তি ফার্মেসি খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে।

