শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় স্বপন খানের বাড়ির পেছন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার বালতি ভর্তি ককটেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বুধাইরহাট বাজারসংলগ্ন চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় জাজিরা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্বপন খানের বাড়ির পেছনের ঝোপঝাড় ও একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো ঘটনাস্থলেই নিরাপত্তা নিশ্চিত করে নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেলগুলো কারা তৈরি করেছে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল—তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এদিকে ককটেল উদ্ধারের খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

