বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল এবার থাকছে না। পরপর দুই আসরে শিরোপা জেতা এই দলটি আর্থিক কারণ দেখিয়ে আগামী আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দল গঠনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি ও বিড প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু বলেন,
“বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজান ভাই জানিয়েছেন, এত অল্প সময়ে এত বড় আয়োজন করা কঠিন। আমরা ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। এরপরও যদি তিনি বিড না করেন, তাহলে আমাদের কিছু করার থাকবে না।”
এখনও পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে ফরম জমা দেয়নি, তবে সাত-আটটি প্রতিষ্ঠান বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।
আগামী আসরে প্রতিটি দলকে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। কেউ ব্যর্থ হলে বিকল্প ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ যাবে।
সবকিছু ঠিক থাকলে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট, আর ডিসেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে বিপিএল ২০২৫।







