মুন্সীগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–১ এর বিচারক মানিক দাস এ আদেশ দেন।
২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র–জনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গুলিতে তিনজন নিহত এবং শতাধিক আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলাগুলোতে মোহাম্মদ ফয়সালকে ‘হুকুমের আসামি’ হিসেবে উল্লেখ করা হয়। মঙ্গলবার রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট হালিম হোসেন বলেন, “মুন্সীগঞ্জের হত্যাযজ্ঞ ফয়সালের নেতৃত্ব ও পরিকল্পনায় হয়েছে। তদন্তে প্রয়োজনীয় তথ্য পেতে রিমান্ড দরকার।” তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৭ দিনের অনুমোদন দেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে দাবি করেন, ঘটনার দিন ফয়সাল কোথায় ছিলেন তা মোবাইল ট্র্যাকিং করলেই প্রমাণিত হবে। তবে আদালত রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়া থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকায় বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

