ভারত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশের নির্বাচনী প্রসঙ্গে মন্তব্য করলেও, সেখানে উপস্থিত সাংবাদিকরা পাল্টা প্রশ্ন না করায় অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর একটি প্রতিনিধিদল বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা করছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছি। ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা নিজেদের আইনি কাঠামোর মধ্যে বিষয়টি বিবেচনা করছে।”
এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “তবে আমি অবাক হয়েছি—ভারতের পররাষ্ট্র সচিব যখন বললেন তারা বাংলাদেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান, তখন আপনারা কেন পাল্টা প্রশ্ন করেননি যে, গত ১৫ বছর আপনারা এ প্রশ্ন তুললেন না কেন? আগের নির্বাচনগুলো কি সঠিক ছিল?”
তিনি আরও বলেন, “আপনাদের মধ্যে অনেক অভিজ্ঞ ও সিনিয়র সাংবাদিক ছিলেন। সুযোগটি কাজে লাগানো যেত, অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।”
এসময় ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আগমন নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে আমি কিছু জানি না।”
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের স্থলাভিষিক্ত প্রতিনিধি নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এটুকু বলতে পারি—বাংলাদেশে এমন কেউ আসবেন না, যার কারণে কোনো সমস্যা তৈরি হবে। এর বেশি কিছু বলতে চাই না।”
নতুন প্রতিনিধি চায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”







