ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে ভেজাল জেলি পদার্থ দিয়ে ওজন বৃদ্ধির অভিযোগে মোহাম্মদ উদয় নামে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সদরের উচালিয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
এসময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ রয়েছে উচালিয়াপাড়া বাজারে একটি চক্র দীর্ঘদিন ধরে ক্রেতাসাধারণের সাথে প্রতারণা করে আসছে। এ বিষয়টি জানতে পেরে বাজারে উপস্থিত হয়ে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করা হয়। মাছের ভেতরে দেখা যায় প্রচুর ভেজাল জেলি-পদার্থ মেশানো হয়েছে। এসব জেলি মানব দেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর । অসাধু মাছ ব্যবসায়ীরা মাছে ওজন বাড়ানোর জন্যে এসব করে আসছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাছ ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।