যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলায় প্রবেশ করেছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, উল্লেখিত জেলাগুলিতে যে ঠান্ডা বয়ে যাচ্ছে, সেটিই এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, রাজশাহীর বাঘাবাড়ি ও নীলফামারীর ডিমলায় ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, ৬ ডিগ্রির নিচে তাপমাত্রা তীব্র শৈত্যপ্রবাহ, ৬–৮ ডিগ্রিতে মাঝারি, আর ৮–১০ ডিগ্রিতে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য হয়। তাই এই মুহূর্তে দেশের এই সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ঠান্ডার অনুভূতি অনেক এলাকায় অব্যাহত থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

