শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা কবরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
মৃত্যুর আগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মান্নান খান ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা তাঁর কবর বাড়ির বসতঘরের পাশে দাফন করেন। সোমবার রাতের ঘটনায়, দূর থেকে আগুন ধরিয়ে চলে যাওয়া সন্দেহ রয়েছে।
বীর মুক্তিযোদ্ধার কন্যা আফরোজা আক্তার জানিয়েছেন, সকালে কবরের ওপর আগুন দেওয়ার চিহ্ন ও ছাই দেখতে পান, যা নবনির্মিত আগুন নিভে যাওয়ার পরের অবস্থা। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের জানান।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, মেয়ের মাধ্যমে এই তথ্য পেয়েছি। বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধার বাড়িতে পাঠিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।
মৃত্যু বর্ষিকীতে কবরের পাশে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা বেগম বলেন, “আমার স্বামীর জন্য পুরো পরিবার গর্বিত। তার কবরের অবমাননা মেনে নেওয়া যায় না। এমন ঘটনার বিচার চাই।”
শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিজ সিকদার এবং জেলা প্রশাসক তাহসিনা বেগমও যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

