গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের ঘটনা ঘটে। এই প্রতিবেদনের সময় পর্যন্ত, দুপুর ১২:৪০ নাগাদ পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া দেখা গেলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।”

