আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর প্রায় ১২টা ঘটিকায় সাভারের জামগড়া এলাকার আয়েশা ক্লোথিং ফ্যাক্টরির দ্বিতীয় তলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি প্রথমে ফ্যাক্টরির কর্মচারীরা দেখতে পেয়ে দ্রুত সবাইকে অবগত করেন। পরে গার্মেন্টসের শ্রমিকরা নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসেন, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও জামগড়া আর্মি ক্যাম্পে বিষয়টি জানায়। খবর পাওয়ার পরপরই সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমালে ফায়ার সার্ভিসের কার্যক্রমে বিঘ্ন ঘটে।
পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে ফায়ার সার্ভিসকে উদ্ধার তৎপরতা শুরু করতে সহায়তা করে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণের পর শিল্পাঞ্চল পুলিশ এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আইন-শৃঙ্খলা নিশ্চিত রাখতে।