রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা ১৪ মিনিটে ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তাদের সম্মিলিত চেষ্টায় বেলা ১১টা ৩২ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনের উৎস: ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের ‘এ ব্লকে’র চতুর্থ তলায় ডেন্টাল অনুষদের শ্রেণিকক্ষ সংলগ্ন করিডরের সিলিংয়ে এই আগুনের সূত্রপাত হয়।
হতাহতের খবর নেই: তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহত বা ভবনের ভেতরে কারও আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
তবে, কীভাবে আগুনের সূত্রপাত হলো, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করেছে।

