কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানের বিয়ের ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলোতে এক তরুণীর সঙ্গে জায়েদের হাসিমুখে থাকা দৃশ্য দেখে অনেকেই ধারণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন।
ছবিগুলোর নিচে কেউ লিখেছেন, ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই।’ তবে কাকে বিয়ে করেছেন কিংবা সত্যিই বিয়ে হয়েছে কি না—এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এবার নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন জায়েদ খান। চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমার বিয়ের ছবি ও নিউজ সব ফেক, গুজব। যারা এগুলো ছড়িয়েছে, ওরাই ভালো জানে কেন করেছে। আমি এসব কেয়ার করি না।”
খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে বিয়ের আসরে তার সঙ্গে ছবি তোলা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ভুলভাবে প্রচারিত হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন জায়েদ খান। ২০২৪ সালের মাঝামাঝি ব্যক্তিগত কাজে দেশ ত্যাগ করেন তিনি। একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠান উপস্থাপনা ও পারফরমেন্সে অংশ নিচ্ছেন।







