বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বার্ষিক আয়কর বিবরণী বা ই–রিটার্ন দাখিল এখন আরও সহজ হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী করদাতারা আর শুধু বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরেই নয়, বরং ই–মেইলের মাধ্যমেও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন ই–রিটার্ন নিবন্ধনের সময় ওটিপি পাঠানো হতো কেবল সেই মোবাইল নম্বরে, যা করদাতার নামে বায়োমেট্রিক নিবন্ধিত। কিন্তু বিদেশে থাকা অনেক করদাতার কাছে এমন সিম না থাকায় নতুন এই ব্যবস্থা চালু করেছে এনবিআর।
এতে বলা হয়, বিদেশে অবস্থানরত করদাতারা এখন থেকে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসা সিলের কপি, ই–মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে নির্ধারিত একটি ই–মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। যাচাই–বাছাই শেষে এনবিআর আবেদনকারীর ই–মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। ওই লিংকের মাধ্যমে সহজেই ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত সাড়ে আট লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
এ বছর থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সকল ব্যক্তিশ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা অব্যাহতি পেয়েছেন, তারাও চাইলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন।