শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

সৈয়দপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণচেষ্টা, এক যুবক গ্রেফতার 

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ ভাবে ধর্ষণচেষ্টার অভিযোগে মূলহোতা আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ আগস্ট) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেংমারী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত রবিবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর ডালিয়ারপাড়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ২০ আগস্ট রবিবার বিকেলে সৈয়দপুরের কদমতলী বাজারের কোচিং সেন্টার থেকে বাড়ি যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি এলাকায় একটি বাঁশঝাড়ে ধর্ষণের চেষ্টা করে তারা।
এ সময় মেয়েটি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেন এলাকাবাসী। পরে অবস্থার অবনতির কারণে প্রশাসনের সহযোগীতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার ভাই বাদী হয়ে মঙ্গলবার সৈয়দপুর থানায় একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ও পার্বতীপুর থানা-পুলিশের সহযোগিতায় এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার এক আসামীকে বুধবার (২৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নীলফামারী * যুবক গ্রেফতার * স্কুলছাত্রীকে অপহরণ
সাম্প্রতিক সংবাদ