মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী সালদানদী এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ব্যাগ ভর্তি ছয় কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
আটক হওয়া মো. মমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা সদরের এলএন মিলস এলাকার মৃত রফিক উল্লাহ এর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী বিওপির বিজিবি সদস্যরা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, আটককৃত মাদক ও ব্যাগ সহ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।